চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার জন্য মমতাজ লতিফের শুভেচ্ছা উপহার

0 283

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট শিক্ষাবিদ ও কলাম লেখক জনাবা মমতাজ লতিফ উপহার সামগ্রী বিতরণ করেন। গত সোমবার বিকেল ৪ টায় চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা র উদ্যোগে চট্টগ্রামের সদরঘাটের জুঁই কমিউনিটি সেন্টার থেকে ৭৫ জন কর্মহীন যন্ত্র শিল্পীদের মধ্যে ১০ দিনের খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

বিগত করোনার প্রথম ঢেউয়ের সময়ও তিনি সদস্যবৃন্দ দেরকে ১,৮০,০০০ টাকা নগদ অর্থ প্রদান করেন।এছাড়াও এবার ঈদের আগে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সদস্যদের আরো ৬০ জন সদস্যকে ১০ দিনের খাদ্য সহযোগিতা দিয়েছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি:- লায়ন প্রবীর কুমার দত্ত সাজু, সাবেক সিনিয়র সহ-সভাপতি সজল ভট্টাচার্য, সাবেক সহ-সভাপতি এসএম শাহজাহান, সাধারণ সম্পাদক অসীম বরণ চন্দ, সহ-সাধারণ সম্পাদক নয়ন বিশ্বাস, প্রকল্প বিষয়ক সম্পাদক সত্যজিৎ দে এবং কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দসহ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.