আবু ত্বহাকে উদ্ধারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
দেশে গত ৭ দিন ধরে নিখোঁজ হওয়া আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ত্ব-হা’কে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা বলেন।
এ কে এম হাফিজ আক্তার বলেন, ত্ব-হা’র সঙ্গে আরো তিনজন নিখোঁজের খবর শুনেছি। এ বিষয়ে রংপুরে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও এ বিষয়টি নিয়ে কাজ করছে।
স্বামী আবু ত্ব-হা’কে ফিরে পেতে গতকাল বুধবার (১৬ জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে করেন স্ত্রী সাবেকুন নাহার।
তিনি বলেন, রংপুর থেকে ঢাকা ফেরার পথে গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন, এর পর থেকে তার কোন সন্ধান পাচ্ছি না।
গত সোমবার (১৪ জুন) আবু ত্ব-হা’র স্ত্রী সাবেকুন নাহারের লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত চালিয়ে যাচ্ছে ডিএমপির পল্লবী থানা। আবু ত্ব-হার স্ত্রী ও তার মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে খুঁজে বের করতে ইতোমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। তারা কিছু সুনির্দিষ্ট পয়েন্টকে সামনে রেখে তাদের উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন।