পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন চট্টগ্রাম একটি মায়াবী শহর
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম একটি মায়াবী শহর বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে রাজধানী থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রাম একটি মায়াবী শহর। এ শহর আন্দোলন সংগ্রামের সূতিকাগার। এ শহরে জন্ম নিয়েছেন- মাস্টার দা সূর্য সেন, জহুর আহমেদ, এমএ মান্নানের মতো গুণী ব্যক্তি।’
তিনি আরও বলেন, ‘বর্তমান কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালপুর রহমান বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ এগিয়ে যাচ্ছে। তাদের কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ সন্তুষ্ট। কারণ তারা প্রধানমন্ত্রীর যেকোনো কর্মসূচি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করছেন। বিশেষ করে করোনাকালে স্বেচ্ছাসেবক লীগ ত্রাণ ও বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে।’
সম্মেলন আয়োজনকারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের সম্মেলন দ্রুত শেষ করার চেষ্টা করেন। এ সময় অনুষ্ঠান এক-দেড় ঘণ্টার বেশি করা ভালো না। অতিথিও কম দাওয়াত দেয়া উচিৎ। কারণ দেশে করোনার সংক্রমণ বাড়তির দিকে। বিশেষ করে রাজশাহী অঞ্চলে করোনার প্রাদুর্ভাব বেড়েই চলছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে বিশেষজ্ঞরা করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন।’
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ‘১২ বছর আগে প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া একটি দেশের দায়িত্ব নিয়ে বদলে ফেলেছেন। বাংলাদেশ এখন ঋণগ্রহীতার দেশ নয় বরং বাংলাদেশ ঋণদাতা দেশ। বাংলাদেশ শ্রীলঙ্কা ও সুদানকে ঋণ দিয়েছে। এদেশের মাথাপিছু আয় বেড়েছে। দেশের বর্তমান রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার। অর্থনৈতিকভাবে বাংলাদেশ সবদিক দিয়ে পাকিস্তান থেকে এগিয়ে আছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘এক সময় বাংলাদেশকে যারা গুরুত্ব দিত না, তারাও এখন সমীহ করে। এর কারণ এ দেশের অগ্রগতি।’
বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘এদেশে একটি দল আছে, যারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। যারা পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যা দেখে। দলটির নাম বিএনপি। তারা অপপ্রচারের মাধ্যমে এদেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে।’
এর আগে বেলা ১১টার দিকে নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনলাইনে রাজধানী থেকে যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।
সম্মেলনে সভাপতিত্ব করছেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট এইচ এম জিয়াউদ্দিন।