সিনোফার্মের করোনা টিকা আসছে আগামী সপ্তাহে

0 191

নিজস্ব প্রতিবেদক :

আগামী সপ্তাহে চীনের সিনোফার্মের করোনা টিকার প্রথম বাণিজ্যিক চালান আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের এ কথা জানিয়ে ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতে সিনোফার্মের করোনা টিকার ক্রয়কৃত প্রথম চালান আসতে পারে। ভালো অঙ্কের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী।

ইতোমধ্যে দেশে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা এসেছে। তার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেয়ার কার্যক্রম চলছে। চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকেও ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে। অপরদিকে কোভ্যাক্স বাংলাদেশকে এক কোটি ডোজ টিকা দেবে বলেও জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.