স্পোর্টস ডেস্ক :
কোপা আমেরিকায় গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নেইমারকে বিশ্রাম দেওয়া স্বাগতিক ব্রাজিল। টানা ১০ জয়ের পর ড্রয়ের স্বাদ পেল তিতের দল। স্বাগতিকদের রুখে দিয়ে কোপা আমেরিকায় টিকে থাকল ইকুয়েডর।
গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচের প্রথমার্ধ্বে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৩৭ মিনিটে এভারটনের ক্রস থেকে হেডে গোল পেয়ে যান এদের মিলিতাও।
১–০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধের শুরুতে বাজে খেলতে শুরু করে। এই সুযোগে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইকুয়েডর। সাফল্যও আসে হাতেনাতে। ৫৩ মিনিটে অসাধারণ একটা গোল করে দলের সমতা ফিরিয়ে আনলেন অ্যাঞ্জেল মেনা। দল না হেরে যায়, এই আশঙ্কা থেকে কোচ তিতে ডগলাস লুইজের বদলি হিসেবে মাঠে নামিয়ে দেন কাসেমিরোকে। রিয়াল মাদ্রিদ তারকা মাঠে নামতেই আবার নিজেদের ফিরে পায় ব্রাজিল। তবে গোল করার মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিলিয়ানরা। এক ম্যাচ হাতে রেখেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল ব্রাজিল। ব্রাজিল কোচ তিতে তাই আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে বিশ্রাম দিয়েছিলেন নেইমারসহ মূল একাদশের অনেককে।
একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে ভেনেজুয়েলা পেরুর কাছে হেরে গেছে ১–০ গোলে।