কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ
নিজস্ব প্রতিবদক :
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া সাত দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ। সড়কগুলোতে যানবাহন ও মানুষের যাতায়াত কম লক্ষ্য করা গেছে। শুধুমাত্র জরুরি সেবায় নিয়োজিত এবং পণ্যবাহী যানবাহন চলছে। আজ শনিবার বিভিন্ন সড়কে পুলিশের সাথে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। কঠোর লকডাউনের তৃতীয় দিনে বিভিন্ন পয়েন্টে আগের থেকে চেকপোস্টের সংখ্যা বাঁড়ানো হয়েছে।
শনিবার সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে তাদের। এছাড়া বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। গত দু`দিনের মতো আজও জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের গ্রেপ্তার ও জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।
তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাসির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন।
কঠোর লকডাউনের আগের দুই দিনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে র্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে জরিমানায় ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা এবং শুক্রবারের অভিযানে ২১৩ জনের জরিমানায় ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা আদায় করা হয়