একদিনে খুলনা বিভাগে সর্বোচ্চ মৃত্যু ৪৬ জনের

0 174

নিজস্ব প্রতিবেদক :

খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যু কোনেভাবে থামছেইনা। করোনায় প্রতিদিন নতুন করে আক্রান্ত ও মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে বহু মানুষ। পূর্বের রেকর্ড ভেঙ্গে মৃত্যুর মিছিলে নতুন রেকর্ড হচ্ছে। বিভাগে করোনা পরিস্থিতি এখন ভয়ংকর হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আগের রেকর্ড ভেঙ্গে  সর্বোচ্চ রেকর্ড ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ১০ জেলায় নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১হাজার ৩০৪ জনের। সবমিলিয়ে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৬০ হাজার।

এরআগে বৃহস্পতিবার (১ জুলাই) খুলনা বিভাগে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

রোববার (৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ১৫ জন, কুষ্টিয়ায় ১৫ জন, যশোরে সাতজন, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬০ হাজার ৫৬৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২১৪ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ২১৮ জন।

 

Leave A Reply

Your email address will not be published.