সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ কোটিও বেশি

0 177

আন্তজাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ৪২ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৪৩ হাজার ৩৯২ জন। মৃতের সংখ্যা ৩৮ লাখ ৯৭ হাজার ৮৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ‍সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৮০০।

আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৮০৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৮৭৫ জনের। যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। ব্রাজিলে মৃতের সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৮৯৭ জন। আক্রান্ত হয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৬৩৯ জন। তবে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা  ৩ কোটি ২৭ হাজার ৮৫০ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৬৯১। আক্রান্তের দিক থেকে এর পরে রয়েছে পর্যায়ক্রমে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি ও কলম্বিয়া।

মৃত্যু বিবেচনায় মেক্সিকো চতুর্থ স্থানে রয়েছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮২ হাজার ৭৮৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনের।

Leave A Reply

Your email address will not be published.