খাগড়াছড়িতে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা নিয়ে আহত ২ জন।

0 168

নিজস্ব প্রতিবেদক :
খাগড়াছড়ির দীঘিনালায় আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখা নিয়ে বাকবিতন্ডা ও সমর্থকদের হামলায় ২ জন আহত হয়েছে। রবিবার (১১ জুলাই) সকালে খেলা চলাকালীন দীঘিনালার মিলনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীঘিনালার মিলনপুর গ্রামের এক দোকানে বসে কয়েকজন খেলা দেখার সময় চিৎকার করছিল। এ সময় বাড়িতে রোগী থাকায় চিৎকার না করতে বাঁধা দিলে আকাশ মিয়া ও তার স্ত্রীকে বাড়িতে ঢুকে মারধর করা হয়। স্বজনরা তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থার কথা বলছে দীঘিনালা থানার ওসি পেয়ার আহমেদ।

Leave A Reply

Your email address will not be published.