ফিলিস্তিনি তরুণেরা গাজায় ইসরাইলি ড্রোন ভূপাতিত করল

0 215

আন্তজাতিক ডেস্ক :

উত্তর গাজার তুবাসে অবস্থিত আল-ফারিয়া শরণার্থী শিবিরের তরুণদের প্রচেষ্টায় দখলদারদের একটি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে।

ইসরাইলের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। তবে তাদের দাবি, তুবাস এলাকায় এক অভিযানের সময় কারিগরি সমস্যার কারণে ড্রোন ভূপাতিত হয়েছে।

এর আগে গতকালও ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজায় ইসরাইলের আরেকটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। গতকাল যে ড্রোনটি পাওয়া গেছে তা ‘স্কাই লার্ক’ মডেলের।

এই মডেলের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এই ড্রোন আকাশে উড়ার সময় কোনো শব্দ তৈরি করে না। এ কারণে এর উপস্থিতি টের পাওয়া যায় না সহজে।

 

Leave A Reply

Your email address will not be published.