শিথিলের প্রথম দিনেই রাজধানীতে যানজট

0 170

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি কঠোর বিধিনিষেধ দুই সপ্তাহ পর শিথিল করা হয়েছে। বিধিনিষেধ শিথিলের প্রথম দিনেই রাজধানীতে দেখা গেছে তীব্র যানজট। রাজধানীর সড়ক, মহাসড়কগুলো যানজটে আটকে রয়েছে। এমনকি ফ্লাইওভারেও ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকতে দেখা গেছে। পথচারীরা বলছেন, মানুষজন সবাই একবারে ঘর থেকে বের হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সড়কে এক সঙ্গে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ থাকায় সিগন্যালগুলোতে তৈরি হয় যানজটের। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলাচল করার সেই পুরোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। অধিকাংশ বাসই যাত্রার শুরু থেকে যাত্রী পূর্ণ করে ছেড়ে আসছে। মাঝপথে যারা অপেক্ষমাণ তাদের বেশ বেগ পেতে হচ্ছে।

সরেজমিন রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, দুই সপ্তাহ লকডাউন শেষে রাস্তায় সকাল থেকেই লোকজনের উপস্থিতি অনেক বেশি। আসন্ন ঈদকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরতে বহু যাত্রীকে বাস ও সিএনজিতে উঠতে দেখা যায়।

 

Leave A Reply

Your email address will not be published.