একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১২৩৮৩ সংক্রমণ, মৃত্যু আরও ২১০

0 183

নিজস্ব প্রতিবেদক :

আগের দিনের তুলনায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ২১০ জন। এর আগে রোববার (১১ জুলাই) একদিনে সর্বোচ্চ ২৩০ জন, সোমবার (১২ জুলাই) একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২২০ জন এবং গতকাল মঙ্গলবার ২০৩ জন মারা গিয়েছিলেন করোনা সংক্রমণ নিয়ে। এ নিয়ে টানা চার দিন দুই শতাধিক মানুষের মৃত্যু হলো এই ভাইরাসে। এর আগে শনিবার (১০ জুলাই) ১৮৫ জনের মৃত্যু হয়েছিল।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৭ হাজার ২৭৮ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

এ নিয়ে দেশে টানা ১৯ দিন করোনায় আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তির মৃত্যু দেখল বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৯৫ জন, এখন পর্যন্ত মোট সুস্থ ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

Leave A Reply

Your email address will not be published.