হোম ডেলিভারি দিতে গিয়ে ইয়াবা বিক্রেতা ধরা

0 410

নিজস্ব প্রতিবেদক  :

চট্টগ্রামের মিস্ত্রিপাড়া এলাকার তালিকাভুক্ত মাদক বিক্রেতা মো. আরিফ (৩৩)। করোনার আগে ভাসমান মানুষের কাছে তিনি মাদক বিক্রি করতেন। এ জন্য তার বিরুদ্ধে দুটি মামলাও হয়েছে।

বুধবার (১৪ জুলাই) গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী বরফকল চারিয়াপাড়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া জেবল আহম্মদের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আরিফ মিস্ত্রিপাড়ার তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে। সে আগে ভাসমান মানুষের কাছে মাদক বিক্রি করলেও করোনা আসার পর ব্যবসার ধরন পাল্টেছে। এখন সে ইয়াবা ‘হোম ডেলিভারি’ দেয়। এজন্য তারা ৩ জন কাজ করে। বাকি দুইজন মোবাইলে, ইমু, ম্যাসেঞ্জারে অর্ডার নেয়। আরিফ নিজে গিয়ে তা পৌঁছে দেয়।
বুধবার সে এক বাসায় ২০ ইয়াবার অর্ডার পৌঁছে দিতে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় চৌমুহনী বরফকল চারিয়াপাড়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরিফ জানায়, করোনায় বিভিন্ন সময় লকডাউন দেওয়ার ফলে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করা ঝুঁকিপূর্ণ। তাই অর্ডার নিয়ে বাসায় পৌঁছে দিচ্ছিল ইয়াবা। আরিফের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.