সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ভ্যান গাড়ি, নগদ অর্থ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করল চট্টগ্রাম রোটারী ক্লাব

0 245

নিজস্ব প্রতিবেদক:

চট্রগাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রোটারি ক্লাব আন্তর্জাতিক জেলা ৩২৮২, বাংলাদেশ এর কর্ণফুলি ও ইছামতি জোনের যৌথ উদ্যাগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ভ্যান গাড়ি, নগদ অর্থ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।আজ ১৭ জুলাই ২০২১ ইং তারিখ আজ উক্ত অনুষ্ঠানের ইয়ার লাঞ্চিং প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান বোরহান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম সিটি কর্পরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী। বক্তারা বলেন হতদরিদ্র ও অসহায় মানুষদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এই আয়োজন। অনুষ্ঠানে ২৩টি অসহায় পরিবারের মাঝে ভ্যান গাড়ি ও নগদ অর্থ এবং পাঁচশতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।এ এসময় আরো উপস্থিত ছিলেন পিডিজি ড. প্রফেসর তৈয়ব চৌধুরী, গভর্নর ইলেক্ট রোহেলা খান চৌধুরী, গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ফিউচার ডিস্ট্রিক্ট ফাস্ট লেডি সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জালাল উদ্দিন বাবলু, প্রোগ্রাম এডভাইজার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, লেফটেন্যান্ট গভর্নর মোঃ শাহজাহান, ডিস্ট্রিক্ট কনফারেন্স চেয়ার মাহফুজুল হক, প্রাক্তন ডিস্ট্রিক্ট সেক্রেটারি এস কে আজিম পিন্টু, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম, ডি টি টি এস চেয়ার মোহাম্মদ আশরার, জোনাল কোডিনেটর জাহেদা আক্তার মিতা, ডিস্ট্রিক্ট চিফ সার্জেন্ট এট আর্মস সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু, পোলার ভ্যান ডিসট্রিবিউশন কমিটির চেয়ার সুদীপ কুমার চন্দ, ফুড কমিটির চেয়ার মর্তুজা বেগম, জোনাল ডিরেক্টরির চেয়ার শাহিন আলম সরকার সহ বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও চেঞ্জ মেকার টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

রোটারিয়ানদের সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সামান্য প্রয়াস।

Leave A Reply

Your email address will not be published.