করোনায় আজও ৪৬ জনের মৃত্যু : খুলনা বিভাগ

0 219

নিজস্ব প্রতিবেদক :

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজও ৪৬ জন মারা গেছেন। একই সময়ে এক হাজার ৪৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, যশোরে দুজন, বাগেরহাটে দুজন, সাতক্ষীরায় একজন, যশোরে দুজন, নড়াইলে দুজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চারজন করে মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জনের দেহে। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ২৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৯৬৩ জন।

Leave A Reply

Your email address will not be published.