চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৮ মৃত্যু, শনাক্তেও রেকর্ড

0 196

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যুতে আগের সব রেকর্ড ভেঙেছে। এই সময়ে জেলায় রেকর্ড ১৮ জন মারা গেছেন। নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

১৪ জুলাই চট্টগ্রামে সর্বোচ্চ ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছিল ২২ জুলাই।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ।

শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮৩ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৭৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন শহরের। অপর ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ২ হাজার ২৮২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৭ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় ১২ ব্যক্তির মৃত্যু হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৭ হাজার ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় জেলায় মারা গেছেন মোট ৯১৫ জন।

Leave A Reply

Your email address will not be published.