করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

0 383

নিজস্ব প্রতিবেদক :

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ আছেন। রাজধানির বনানীর বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

গত কয়েকদিন যাবৎ তিনি শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় গত (২৫ জুলাই) রবিবার তিনি করোনা পরীক্ষা করলে এর ফলাফল পজিটিভ আসে, একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিত ও করোনায় আক্রান্ত হয়েছেন।

এ এম এ মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকা বনানীস্থ নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ এস এ মুয়িয সুজন পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.