চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি নারী

0 197

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে এক নারী (৬০) হাসপাতালে ভর্তি হয়েছেন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার পর ওই নারীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দেয়।

বুধবার (২৮ জুলাই) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ওই নারী গত ৩ জুলাই কভিড আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ছিলেন। সুস্থ হওয়ার পর বাড়ি গিয়ে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানান, ওই নারীর স্বামী পাঁচ দিন আগে কভিড আক্রান্ত হয়ে মারা যান। এরপর ওই নারী অসুস্থ হলে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বলেন, বর্তমানে ৬০ বছর বয়সী ওই নারী চমেক হাসপাতালের ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন। তার চোখের চারপাশে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা গেছে।

তিনি বলেন, জরুরির ভিত্তিতে গঠন করা মেডিকেল বোর্ডের মাধ্যমে আমরা ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণ বলে ধারণা করছি। তার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Leave A Reply

Your email address will not be published.