বগুড়ায় একদিনে করোনায় প্রাণ গেলো ২৬ জনের

0 251

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ায় করোনা ও উপসর্গে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৮ জন ও উপসর্গে আটজন মারা গেছেন।

সোমবার (২ আগস্ট) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে এ সব তথ্য জানান বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

করোনায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন বগুড়া জেলার। তারা হলেন, আদমদীঘির মোমেনা (৬০), শাহজাহানপুরের আ. আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫), সদরের জয়নুল (৭১), মতিউর (৬০), বজলার রহমান (৭৫), বাঁধন চন্দ্র (৬৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)।

এছাড়া বগুড়ার বাইরের জেলার ৮ জন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় করোনায় মারা গেছেন। এনিয়ে করোনায় বগুড়া জেলায় ৫৮২ জনের মৃত্যু হলো। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬.৩৫ শতাংশ।

তিনি জানান, এছাড়া বগুড়ায় আবারও সংক্রমণ বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬.৩৫ শতাংশ। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় ৩, এন্টিজেন পরীক্ষায় ১৬৯ নমুনায় ৫১ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের ৬১, শাহজাহানপুরে ১৯, শিবগঞ্জে ১২, শেরপুরে ৬, গাবতলীতে ৬, আদমদীঘিতে ৫, দুপচাঁচিয়ায় ৫, ধুনটে ৪, নন্দীগ্রামে ৩, সারিয়াকান্দিতে ২, সোনাতলায় ২ এবং কাহালুতে একজন। এছাড়া একই সময়ে করোনা থেকে ১৯৩ জন সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। এছাড়া জেলায় ১ হাজার ৪৮৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

 

Leave A Reply

Your email address will not be published.