ময়মনসিংহ মেডিকেলে আরও ১৭ জনের মৃত্যু

0 381

নিজস্ব প্রতিবেদক :

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‌হাসপাতালের করোনা ইউনিটে ৫৫১ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউতে ২২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৮৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন।

জেলা সিভিল সূত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৬৬৪ টি নমুনা পরীক্ষায় ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.