চট্টগ্রামে ১৭৫ মিলিমিটার বৃষ্টি, নিম্নাঞ্চল জলাবদ্ধ

0 245

নিজস্ব প্রতিবেদক :

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৯০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

চট্টগ্রামে রাত থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

ভারী বৃষ্টির কারণে আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালিশহর, চকবাজার, মুরাদপুর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরীর নিচু এলাকায় হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে ব্যাংক, তৈরি পোশাক কারখানাসহ জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদের।

তবে সকাল সাড়ে ১০টার পর থেকে বৃষ্টি কমে যাওয়ায় বিভিন্ন সড়কে জমে থাকা পানি নামতে শুরু করেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ  বলেন, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে থেমে থেমে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.