চট্টগ্রামে একদিনে আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ১১১৭

0 192

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৯ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ১১৭ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫৪৬ জনে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৪১ জন ও উপজেলার ৪৭৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১১৭ জন। তারমধ্যে ৬৪১ জন নগরের ও ৪৭৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭ হাজার ৫৪৬ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬৫ হাজার ১০০ জন নগরের বাসিন্দা ও ২২ হাজার ৪৪৬ জন বিভিন্ন উপজেলার।

বুধবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। কক্সবাজারসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৯টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ৩ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.