গাজীপুরে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ২১০

0 147

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৯ জন মৃত্যুবরণ করেছেন। এদিকে নতুন ২১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ৯ জনসহ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

নতুন ২১০ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩৪ জনে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।

তিনি জানান, নতুন পাঁচজনসহ জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে এবং নতুন ২১০ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩৪ জনে।

সিভিল সার্জন জানান, ‘গত ২৪ ঘণ্টায়’ ৪৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা নমুনা পরীক্ষায় ২১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে গাজীপুর সদরে ৯০ জন, কালীগঞ্জে ২৫জন, কালিয়াকৈরে ১৫জন, কাপাসিয়ায় ৪৮ জন এবং শ্রীপুরে ৩২ জন রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.