চট্টগ্রামে একদিনে আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৯২৮

0 211

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। যাদের ৩ জন নগরের বাকি ৫ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৪ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষায় ৯২৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৬৩ ও উপজেলার ৩৬৫ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৭ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৬২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৪ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬০ জন, অ্যান্টিজেন টেস্টে ২২ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Leave A Reply

Your email address will not be published.