দেশে টিকার কোন সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী

0 199

নিজস্ব প্রতিবেদক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে টিকার কোনো সংকট নেই। দেশের সকল নাগরিকই কোভিড-১৯ টিকা পাবেন। এনিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকারের হাতেও পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে।

শনিবার (৭ আগষ্ট) সকালে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ এর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকার ব্যবস্থা করছে। সামনে আরো প্রচুর টিকা দেশে আসবে। ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’কে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকাল ৯ টায় নগরের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে শুরু হয় ‘জাতীয় কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’।

এরপর সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী নগরের বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সবাই কেন্দ্রে টিকা গ্রহণ করবেন। টিকা নিতে এসে যেন অসচেতনতার কারণে কেউ সংক্রমনের কবলে না পড়েন সেদিকেও খেয়াল রাখতে হবে।

Leave A Reply

Your email address will not be published.