গাজায় ফের বিমান হামলা ইসরায়েলের

0 196

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বোমা হামলা করেছে ইসরায়েল। গাজা উপত্যকা থেকে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া বেলুন হামলার জবাবে গাজায় পাল্টা বোমা হামলা করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

হামলায় ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা গাজার শাসকগোষ্ঠী হামাসের রকেট উৎক্ষেপণ কেন্দ্রে এবং হামাসের অধীনে থাকা একটি ভবন লক্ষ্য করে বোমা হামলা করেছে।

এ হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ফিলিস্তিনের শাসকগোষ্ঠী হামাস গাজার যে স্থান থেকে রকেট হামলা চালায়, সে স্থাপনা লক্ষ্য করে বিমান হামলাটি চালানো হয়েছে। যদিও হামলার পর হামাস এখনো কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনিরা বলছে, গতকাল শুক্রবারের (৬ আগস্ট) বেলুন হামলার কারণটি ছিল ভিন্ন। ইসরায়েলের সেনারা গাজা সীমান্তে গুলি চালিয়েছিল। এর জবাবে বেলুন হামলা করা হয়। আর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গতকাল দিনভর ফিলিস্তিন থেকে বেলুন ছোড়া হয়েছে। এর জবাবে বিমান হামলা চালানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.