স্পোর্টস ডেস্ক :
বহুদিন বাদে মিরপুরের উইকেটে রানের দেখা মিলেছে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে বাংলাদেশের সামনে ১৬২ রানের বড় লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। এই লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো ধুঁকছে টাইগাররা।
তিন টপ অর্ডারের বিদায়ে বিপদে পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। লিটন দাস ও নাঈম শেখের উদ্বোধনী জুটি আশার আলো জ্বালাতে পারেনি এদিনও। দলের রান যখন ২৬, তখন সাজঘরে ফেরত যান লিটন। ১২ বল থেকে ব্যক্তিগত ১০ রানে।
এরপর উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি সৌম্য সরকারও। ৯ বল থেকে ৪ রান করে ম্যাককঞ্চির বলে রাচিন রবীন্দ্রের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন তিনি। আরেক ওপেনার নাঈম শেখও নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি। ৩ চারে ২১ বলে ২৩ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
এদিন ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। ৮ বল খেলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরত গেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার ১ বল খেলে ৪৪ রানে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭১ বলে জয়ের জন্য প্রয়োজন ১১৮ রান।