চলছে গঙ্গা-যমুনা উৎসবের প্রস্তুতি

0 180

নিজস্ব প্রতিবেদক :

করোনা মহামারির ভয়কে জয় করে এগিয়ে চলছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি। আগামী ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫টি মঞ্চে একযোগে অনুষ্ঠিত হবে এ উৎসব।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এবারের উৎসবকে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে।

১২ দিনব্যাপী এ উৎসবে নাটক, সংগীত, আবৃত্তি, নৃত্য, যাত্রা, পথ-নাটক, নৃত্য-নাটক, মূকাভিনয়, শিশু সংগঠনের পরিবেশনা, বিষয়ভিত্তিক সংগীত, নৃত্য, আবৃত্তি, গম্ভীরা, ধামাইল ও বাউল গান পরিবেশিত হবে। এবারের উৎসবে ১৩০টি দলের প্রায় সাড়ে তিন হাজার শিল্পী অংশগ্রহণ করবেন।

এদিকে উৎসবকে ঘিরে শিল্পকলা একাডেমিসহ ঢাকার সব মহড়া কক্ষ এখন সংস্কৃতিকর্মীদের পদচারণেয় মুখর। উৎসব আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত বিভিন্ন উপ-কমিটির সদস্যরাও।

সংশ্লিষ্টরা বলছেন, সব বিপর্যয় এবং সংকট মোকাবিলা করে আবার জেগে উঠেছে দেশের সংস্কৃতি অঙ্গন।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.