হাটহাজারীতে করোনায় শিক্ষিকার মৃত্যু, আক্রান্ত আরও তিন শিক্ষক

0 232

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের হাটহাজারীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেরদৌসী বেগম নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এছাড়াও স্কুল খোলার পর গত দুই সপ্তাহে উপজেলায় আরও তিন শিক্ষকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেরদৌসী বেগম। তিনি ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। এছাড়া স্কুল খোলার পর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে মারা যাওয়া শিক্ষিকা কিংবা আক্রান্ত হওয়া শিক্ষকদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম  বলেন, স্কুল খোলার কারণে শিক্ষকরা আক্রান্ত হয়েছেন কিংবা মারা গেছেন, বিষয়টি এ রকম নয়। স্কুল খোলার আগেও আমাদের বেশ কয়েকজন শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে উপজেলার কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়নি।

তিনি আরও বলেন, স্কুলের কোনো শিক্ষক-শিক্ষার্থী অসুস্থবোধ করলে তাকে আমরা সঙ্গে সঙ্গে স্কুলে আসার ক্ষেত্রে নিষেধ করি। বর্তমানে উপজেলার সবকটি স্কুল চালু আছে এবং স্বাভাবিকভাবে পাঠদান চলছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.