জেলা হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি-দেশী টুয়েন্টিফোর
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেলে কারাবন্দি থাকা অবস্থায় নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়। দেশের জন্য আত্মদানকারী এই চার জাতীয় নেতার নিষ্ঠুর হত্যাকাণ্ড স্মরণে জেল হত্যা দিবস পালন করা হয়।
তবে আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই দিবসটি পালন করা হলেও সেটি ‘ক’ শ্রেণীভুক্ত দিবস নয়। যার কারণে এই দিবসটি রাষ্ট্রীয় ভাবে পালনের সুযোগ সৃষ্টি হয় নি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জেল হত্যা দিবসটি জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া হোক।
জেল হত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ নভেম্বর)দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর কৃষক লীগের আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে একদিকে দেশ উন্নয়নের শিখরে আরোহন করছে। আবার অন্যদিকে যুদ্ধাপরাধীর বিচার, জাতির জনককে সপরিবারে হত্যাকাণ্ডের বিচার, জাতীয় চার নেতা হত্যার বিচার নিশ্চিত করতে হয়েছে। তাই জেল হত্যা দিবসটিকে ‘ক’ শ্রেণীভুক্ত করা হলে এই দিবসটি রাষ্ট্রীয় দিবসের স্বীকৃতি অর্জন করবে।
চট্টগ্রাম মহানগর কৃষকলীগের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কৃষকলীগ সহসভাপতি বিপ্লব মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক মো সেলিম, হাসনাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, সহ মহিলা সম্পাদক অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, আবদুল হালিম, আবু তাহের, আলী আশরাফ, পরিমল দে, সজীব দাশ, নজরুল ইসলাম চৌধুরী, হেলাল উদ্দিন খোকন, মোক্তার হোসেন, সাদ্দাম হোসেন, আবু ইসহাক মুন্না, আনিস আহমেদ মনি প্রমুখ।