নভেম্বরেই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ববাসী
নিজস্ব প্রতিবেদক :
চলতি শতাব্দীর দীর্ঘ চন্দ্রগ্রহণ দেখা যাবে ১৯ নভেম্বর। মহাকাশ গবেষণা সংস্থা- নাসা জানিয়েছে, ২০০১ থেকে ২১০০ এই ১০০ বছরের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে পারে। উত্তর আমেরিকাতে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে এবং তা প্রায় সাড়ে তিন ঘণ্টা থাকবে।
নাসা জানায়, ১৯ নভেম্বর ভোরে চাঁদ, সূর্য আর পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে একই সরলরেখায় এসে পড়বে। এতে নিজস্ব আলো না থাকা চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। চন্দ্রগ্রহণটি ওই দিন ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ভোর চারটায় সর্বোচ্চ পরিণতি পাবে।