সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫জন নিহত

0 165

সুদানে সামরিক শাসনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান আন্দোলনে গত শনিবার দেশটিতে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। এ সময় নিরাপত্তাবাহিনী সদস্যদের গুলিতে চার বিক্ষোভকারী মারা যান এবং কাঁদানে গ্যাস ছুড়লে ক্যানিস্টারের আঘাতে আরও একজনের মৃত্যু হয়।

 

স্থানীয় সময় গত শনিবার (১৩ নভেম্বর) দেশটির রাজধানী খার্তুম ও উম্মু দুরমান শহরে এ ঘটনা ঘটে।

 

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দি করে ক্ষমতা দখল করেন জেনারেল ফাত্তাহ আল-বুরহান। প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদককে গৃহবন্দি ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

সূত্র: আজ জাজিরা

Leave A Reply

Your email address will not be published.