করোনায় আরও চারজনের প্রাণ গেল

0 517

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা, ২৭ হাজার ৯২২ জন। এ ছাড়া দেশে নতুন করে ২১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২১২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন করোনা থেকে সুস্থ হলো। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী চারজনের মধ্যে পুরুষ একজন ও নারী তিনজন।  মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও চট্টগ্রাম বিভাগে একজন। এর মধ্যে সরকারি  ও বেসরকারি হাসপাতালে দুজন করে মারা গেছেন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে ১৯ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৪৭১টি। করোনা শনাক্তের হার এক দশমিক ১৪ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

Leave A Reply

Your email address will not be published.