বোনকে হত্যার দায়ে, ভাইয়ের ফাঁসির রায়
নিজস্ব প্রতিবেদক:
নড়াইলের কালিয়া উপজেলার কলেজপড়ুয়া এক তরুণীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যার দায়ে তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আদালতের পিপি এমদাদুল ইসলাম জানান মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। দণ্ডিত রিপন মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কালিনগর গ্রামের মো. মকসেদ ওরফে মকু মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।
আজ সোমবার নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, মোল্লার ২০ বছর বয়সী মেয়ে ফাতেমা খানম স্থানীয় একটি কলেজে পড়তেন। পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ১৫ নভেম্বর নদীর ঘাটে কাপড় পরিষ্কার করার সময় তাকে পিটিয়ে এবং ধাক্কা দিয়ে পানিতে ফেলে হত্যা করেন রিপন। পরে লাশ নদীর মধ্যে কাদায় পুঁতে রাখেন। ঘটনার পর মকু মোল্লা নড়াগাতি থানায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে রিপনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
আদালতের পিপি এমদাদুল ইসলাম বলেন, ঘটনাটি রিপনের শিশু ছেলে তা দেখে ফেলে এবং তার কথার ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে ও রিপনকে আটক করে।’
তিনি আরও বলেন, সকল প্রকার তথ্য ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রিপনকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে।