বস্তিতে কাল থেকে কোভিড-১৯ প্রতিরোধী টিকাদান শুরু
দেশের বস্তিগুলোতে বসবাস করা মানুষদের টিকার আওতায় আনা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে বস্তিতে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হবে। রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি থেকে শুরু হবে এ কার্যক্রম। পর্যায়ক্রমে অন্যান্য শহরের বস্তিতেও এ কার্যক্রম সম্প্রসারিত হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সোমবার রাজধানীতে কোভিড-১৯ টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা জানান।
তিনি এ বিষয়ে বলেন, আমাদের টিকা প্রদানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। স্কুলে টিকাদান কার্যক্রম আরো বেগবান করার প্রচেষ্টা আছে আমাদের। নভেম্বরের মধ্যে দেশে তিন কোটি টিকা দেয়ার লক্ষ্যে এগোচ্ছি আমরা। জানুয়ারির মধ্যে ৭০ ভাগ জনগণকে টিকার আওতায় আনতে চাই।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দেশে টিকাদান কাযর্ক্রম দ্রুত গতিতে চলছে। এরই মধ্যে বয়স্ক, কোনো রোগে আক্রান্ত বা যারা ঝুঁকিতে আছে তাদের বেশিরভাগকে প্রথম ডোজ দেয়া হয়েছে। আমরা ১১ কোটির বেশি ডোজ টিকা পেয়েছি। প্রতিদিন টিকা দেয়া হচ্ছে ১৫ লাখ, মজুদ আছে ২ কোটি ৭৫ লাখ। গোপালগঞ্জে ভ্যাকসিন উৎপাদনে প্রক্রিয়া চলছে, শিগগিরই তা বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় স্বস্তিতে আছে দেশ।
এসময় স্বাস্থ্যমন্ত্রী যারা এখনও টিকা নেয়নি তাদের টিকা নেয়ার ও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। ডেঙ্গু বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।