গেম খেলতে না দেওয়ায় আত্মহত্যা করল স্কুলছাত্র

0 512

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় গেম খেলার জন্য মোবাইল ফোন না দেওয়ায় আশিক আহমেদ (১৩) নামে সপ্তম শ্রেণির একজন স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

গত মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা ঘোনারচালা গ্রামে এ ঘটনা ঘটে। আশিক আহমেদ প্রবাসী আলী আকবের ছেলে।

আশিকের মা ছালমা বেগম বলেন, “আমার ছেলে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। সারাক্ষণ মোবাইল ফোনে গেম খেলত সে। সকালে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে সখিপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিয়ে আসার সময় আমার কাছ থেকে মোবাইল ফোন রেখে যাওয়ার বায়না ধরে সে। আমি ফোন না দিয়ে কেন্দ্রে চলে আসি। এ সময় কান্নাকাটি করে আশিক। পরে বাসায় এসে দেখি সে আত্মহত্যা করেছে।”

সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, মোবাইল গেমে আসক্ত আশিককে মোবাইল না দেওয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ছেলেটির মা ছালমা বেগম বাদী হয়ে সখিপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.