নির্বাচনী সংহিংসতায় যুবকের মৃত্যু

0 427

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় এক যুবককের মৃত্যু হয়েছে।

নিহত রানা (৩৫) উপজেলার গনেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামের নাসির উদ্দিন শাহার ছেলে।

গত শুক্রবার (১২ নভেম্বর) প্রতিক বরাদ্দের পর গনেশপুর ইউনিয়নের সতীহাট বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মণ্ডল স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতাকর্মীদের মাঝে নির্বাচনী প্রচারপ্রচারণা প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হামলার ঘটনা ঘটে।

ওই সংঘর্ষ হামলায় উভয়পক্ষের কমপক্ষে আটজন কর্মী আহত হয়েছিলেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মাথায় প্রচণ্ড আঘাতে রক্তাক্ত হওয়ায় গুরুতর জখম অবস্থায় শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর কর্মী রানাকেও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবার এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী নয়া দিগন্তকে বলেন, নিহত রানার লাশের ময়নাতদন্ত হচ্ছে। বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তবে তিনি অভিযোগ করে বলেন, ১২ নভেস্বর হামলার ঘটনায় থানায় মামলার জন্য গেলে তাদের মামলা নেয়া হয়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন জানান, তিনি মৃত্যুর খবর
অবহিত হয়েছেন। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে অবশ্যই মামলা দায়ের করা
হবে। তবে সহিংস হামলা সংঘর্ষে আহতের ঘটনায় অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আগে কেউ কোনো অভিযোগ দেয়নি।

Leave A Reply

Your email address will not be published.