বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

0 177

নিজস্ব প্রতিবেদক :

বরগুনার তালতলীতে সেচ দেওয়ার পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম (৫০)হাওলাদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আঃ রহিম হাওলাদার একই এলাকার মৃত আঃ কাদের হাং এর পুত্র।

নিহতের পরিবার এবং তালতলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কৃষক আঃ রহিম পানির মটর দিয়ে জমিতে সেচ দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.