উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই শূন্য রানে সাজঘরে ফেরেন সাইফ হাসান। এরপর মোহাম্মদ ওয়াসিমের করা দ্বিতীয় ওভারের শেষ বলে ফেরেন নাইম শেখ। তিনি দু’রান করে সাজঘরে ফেরেন। এরপর ২০ রান করে ফেরেন আফিফ। শাদাবের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন। একটু ধীরে আসা বল আফিফের ব্যাটের ওপরের দিকের কানায় লেগে উঠে গেলে উইকেটকিপার ক্যাচটি লুফে নেয়।
৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৭ রান।
এর আগে আজও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ম্যাচে হারলে সিরিজ থেকে ছিটকে যাবে টাইগাররা। বিশ্বকাপে ব্যর্থতার পর স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেও তেমন একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, শাদাব খান (সহ-অধিনায়ক), শোয়েব মালিক, হায়দার আলী, মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।