মেসেঞ্জারে তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়ার অপরাধে যুবক গ্রেফতার

0 182

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ায় তরুণীর আপত্তিকর ছবি মেসেঞ্জারে ছড়িয়ে দেয়ার অপরাধে আফিফ হোসেন(২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার বাজার

এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী এলাকার আলী হাসানের ছেলে। আফিফ বগুড়ার একটি কলেজে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যম কে বলেন, ‘অনার্স ২য় বর্ষের ভুক্তভোগী ওই তরুণীর সাথে ফেসবুকের মাধ্যমে আফিফের সাথে পরিচয় হয়। বন্ধুত্বের সাথে তাদের ঘনিষ্ঠতাও বাড়তেও থাকে। যার ফলে তারা এক অপরের ব্যক্তিগত ছবি আদান প্রদান করেন। তবে হঠাৎ করে তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে আফিফ। বিয়ে হওয়ার পরেও রাস্তা ঘাটে ওই তরুণীকে বিরক্ত করতে থাকে। পরে আফিফ ওই তরুণীর আপত্তিকর ছবি মেসেঞ্জারের মাধমে বিভিন্ন জনের মাঝে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আফিফকে  আসামি করে নন্দীগ্রাম থানায় দায়ের করেন।’

তিনি আরো জানান, মামলা দায়ের পর “তথ্যপ্রযুক্তি আইনে আফিফকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে তোলা হবে।”

Leave A Reply

Your email address will not be published.