বগুড়ায় নিখোঁজ পরীক্ষার্থীর লাশ উদ্ধার

0 259

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার সোনাতলায় বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী আইনুল ইসলামের (১৬) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় তার লাশের খোঁজ মেলে। এর আগে ওই এলাকাতে আইনুল তার দুই বন্ধুর সাথে গত শনিবার (২০ নভেম্বর) দুপুর ১টায় সাঁতার দিয়ে বাঙালি নদী পার হচ্ছিলেন। তার অন্য দুই বন্ধু তীরে উঠলেও আইনুল নিখোঁজ হন। পরে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

আজ রোববার (২১ নভেম্বর) রাজশাহী থেকে আসা ৫ সদস্যর ডুবুরি দল সকাল ১০টায় নদীর তলদেশে বালুর নীচে চাপা পড়ে থাকা লাশ উদ্ধার করে ।

আইনুল সোনাকিয়া গ্রামের মো. আবুলের ছেলে ও বয়ড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

ওসি রেজাউল করিম রেজা জানান, আইনুলসহ তিন বন্ধু শনিবার দুপুরে বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। সাঁতার কেটে নদীর পাড় হতে গিয়ে আইনুল ডুবে যায় এবং অপর দুই বন্ধু নদী পার হয়। ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামের লোকজন এবং স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী শনিবার বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি করে আইনুলের সন্ধান পায়নি। পরে রোববার সকালে রাজশাহী থেকে ৫ সদস্যের ডুবুরি দল এসে ঘণ্টাব্যপী নদীতে তল্লাশি করে। পরে নদীর তলদেশে বালুর নীচে চাপা পড়ে থাকা আইনুলের লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, আইনুলের লাশ আইনগত প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.