ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
আজ রোববার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ভাদগাতী এলাকার কবিরের স্ত্রী জেসমিন (৪২) এবং একই উপজেলার বড়নগর এলাকার কামরুলের স্ত্রী শাহীনুর (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকায় হামীম গ্রুপের কারখানায় কাজ করতো জেসমিন ও শাহীনুর। সকালে ওই দুই নারী রেললাইন দিয়ে হেঁটে কারখানায় যাচ্ছিলেন। একপর্যায়ে তারা খঞ্জনা এলাকায় পৌঁছায়। এসময় ওই এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া পারাবত ট্রেন এবং সিলেট থেকে ঢাকাগামী সুরমা ট্রেন অতিক্রম করছিল। এতে ওই দুই নারী বিভিন্ন দিকে ছোটাছুটি করে সুরমা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ রেললাইন থেকে নিয়ে যায়।
কালীগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছালাম জানান, ওই দুই নারী কাজে কারখানায় যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে নিহতদের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
আড়িখোলা রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ও ঢাকাগামী সুরমা মেইল ট্রেন আড়িখোলা স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনে কাটা পড়ে ওই দুই নারী নিহত হন।