নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত

0 158

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে দুজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন হযরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)।

গত শনিবার (২০ নভেম্বর) বেলা দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিস্ফোরণ হয়ে আসা দুই জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মো. হযরত আলী (২৫) গত শনিবার (২০ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া মোঃ বেলায়েত হোসেন (৫৯) আজ রোববার (২১ নভেম্বর) সকাল নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

মোঃ সিরাজুল ইসলাম (৬০) নামের আরো একজন চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ রুপগঞ্জ থেকে দদ্ধ দুই জনের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। একজন চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক ।

Leave A Reply

Your email address will not be published.