পঞ্চম ধাপের ইউপি ভোটের ঘোষণা দিতে ইসির সভা আজ!

0 175

নিজস্ব প্রতিবেদক:

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটের তফসিল সোমবার (২২ নভেম্বর) ঘোষণা হতে পারে। আজ বেলা ১১টায় কমিশনের ৯০তম সভা অনুষ্ঠিত হবে। সভার এজেন্ডায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়টি রাখা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এর আগে ১৫ নভেম্বর সংবাদ সম্মেলনে সিইসি জানিয়েছিলেন আগামী কমিশন সভায় পঞ্চম ধাপের ইউপি ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা হবে। ইসি কর্মকর্তারা জানায়, পঞ্চম ধাপে প্রায় এক হাজারের মতো ইউপির তফসিল দেওয়া হবে। এছাড়া এ ধাপের ইউপি ভোটের তারিখ ও ইউপির সংখ্যা ঘোষণা করা হবে। আজকের কমিশন সভায়ই পঞ্চম ধাপের ভোটগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১০০৪ এবং চতুর্থ ধাপে ২৩ ডিসেম্বর ৮৪০টি নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে প্রায় এক হাজার ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সোমবার।

Leave A Reply

Your email address will not be published.