ঢামেকের রান্নাঘরের পিছন থেকে লাশ উদ্ধার

0 174

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজের রন্ধনশালার পেছন থেকে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মো. রাসেল নামের এক যুবকের লাশ পাওয়া গেছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

হাসপাতালের নতুন ভবনসংলগ্ন পুরনো রান্নাঘরের পেছনের ফাঁকা জায়গায় ওই যুবকের লাশ পড়েছিল।

রাসেলের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর। তিনি গাজীপুরে থাকতেন।

রাসেলের দুলাভাই মো. ইয়াকুব আলী বলেন, দুই বছর ধরে রাসেল হাড়ক্ষয়সহ নানা রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাসপাতালে কিচেনের পেছনে এক যুবকের লাশ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলী মণ্ডল বলেন, যুবককে হত্যা করা হয়েছে কি না, ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.