মুগদায় অগ্নিকাণ্ডে দগ্ধ মা-ছেলের মৃত্যু

0 162

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মুগদায় একটি বাসায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে ছেলে ও মা মারা গেছেন।

গতকাল সোমবার রাত ১১টায় ছেলে উরফ চন্দ্র বৌদ্ধ (৫) ও দিবাগত রাত তিনটায় তার মা প্রিয়াঙ্কা রানী বৌদ্ধ (৩২) মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন মা ও শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সকাল সাতটার পর মাতব্বর গলি এলাকায় সাজু মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া বাসায় আগুন লাগলে চারজন দগ্ধ হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানায়, গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় সুধাংশু বৌদ্ধ (৩৫), তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা রানী বৌদ্ধ, তাঁদের ছেলে উরফ বৌদ্ধ ও শাশুড়ি শেফালী বাড়ইকে (৫৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রাতে মারা যান প্রিয়াঙ্কা ও উরফ। দুজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

দগ্ধ সুধাংশুর শ্যালক পলাশ বলেন, গত সোমবার (২২ নভেম্বর) সকালে আমার বোন রান্না করতে গেলে চুলায় দিয়াশলাই দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে এসেছি। তাদের অবস্থা ভালো নয়। আমার বোন জামাই তার পরিবারকে নিয়ে মুগদা থানার মাতব্বর গলির ৩৭/৩৭ নম্বর বাসার নিচ তলায় ভাড়া থাকত

এস এম আইয়ুব হোসেন বলেন, উরফ ৬৭ ও প্রিয়াঙ্কা ৭২ শতাংশ দগ্ধ হয়েছিলেন।চিকিৎসাধীন সুধাংশু ২৫ ও শেফালী ৩৫ শতাংশ দগ্ধ হয়েছেন। সুধাংশু শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের পান ব্যবসায়ী।

Leave A Reply

Your email address will not be published.