ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আদালতে মামুনুল হক

0 221

নিজস্ব প্রতিবেদক :

ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল ইসলামকে বুধবার নারায়ণগঞ্জের আদালতে আনা হয়েছে।

এ মামলার বাদী জান্নাত আরা ঝরনাও আজ বুধবার আদালতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় বুধবার সকাল ৯টার দিকে মামুনুলকে আদালতে আনা হয়।

আজ বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালে তোলা হবে। এর আগে একই দিন সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়। এ মামলার বাদী জান্নাত আরা ঝর্ণাও আদালতে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ জানান, আজ বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় মামুনুলকে আদালতে তোলার পর ঝর্ণা তার করা ধর্ষণ মামলায় সাক্ষ্য দেবেন। মামুনুলকে আনার কিছুক্ষণ পর ঝর্ণাও আদালত চত্বরে উপস্থিত হন। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.