কুমিল্লায় কাউন্সিলর হত্যার প্রধান আসামি আটক

0 187

নিজস্ব প্রতিবেদক : 

কুমিল্লার চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি (৪ নম্বর) সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, আজ বুধাবার দুপুরে কুমিল্লায় কাউন্সিলর হত্যাকাণ্ডের অন্যতম আসামিকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. সোহেলকে অফিসে ঢুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়। কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে এ মামলা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.