গাজীপুরে শিশুসহ নারীকে গলা কেটে হত্যা

0 447

নিজস্ব প্রতিবেদক : 

গাজীপুরে শিশুসহ এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।গত বুধবার মধ্যরাতে মহানগরীর সদর থানাধীন দেশীপাড়া এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৭-২৮ বছরের ওই নারী এবং ৩-৪ বছরের মেয়ে শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জিএমপি’র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, গত বুধবার রাতে মহানগরীর দেশীপাড়া এলাকায় শিশুসহ এক নারীর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শিশুটির গলার সামনের দিকে এবং নারীর গলার দুই পাশ দিয়ে কাটা রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুসহ ওই নারীকে অন্য কোথাও গলা কেটে হত্যার পর লাশ সেখানে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে খুনের কারণ জানা যায়নি।

নিহত নারীর পরনে মেরুন রংয়ের বোরকা ও শিশুটির গায়ে কালো রংয়ের জামা রয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.