জেএমবির সক্রিয় সদস্যকে আটক

0 255

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকার মতিঝিল থানা এলাকা হতে মোঃ ইসমাইল হোসেন ওরফে শামীম ওরফে আতর আলী(২৬) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মোজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জে অবস্থিত র‍্যাব-১১।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী।

এ বিষয়ে গতকাল বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় র‍্যাব-১১’র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত ইসমাইল চাঁদপুরের হাইমচরের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এ ছাড়াও তার নামে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সন্ত্রাস বিরোধী আইনেও মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.